চট্টগ্রাম–৫ হাটহাজারী–বায়েজিদ আংশিক সংসদীয় আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে তৃণমূলের নেতা–কর্মী ও স্থানীয় জনসাধারণ। গতকাল সন্ধ্যায় হাটহাজারীতে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি খাগড়াছড়ি মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব বিকাল ৫টায় সরকারহাট বাজার চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলার বিএনপির সাবেক সহ–সভাপতি নুরুন্নবী তালুকদার। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা প্রফেসর মির্জা মুহাম্মদ শহীদুল্লাহ বাবুল, জাকের হোসেন চেয়ারম্যান, খায়রুন্নবী, একরাম সেলিম, মো. শফিউজ্জামান, নুরুল আজম চৌধুরী, মো. ইব্রাহিম, মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারু, সাফায়েতুল ইসলাম সাবাল, মোজাহের আলম, মো. গিয়াস উদ্দিন, এম. ইলিয়াছ আলী, নুরুল আবছার আনছারী, সুলতানুল আলম চৌধুরী, ওবাইদুল হক, শাহ আলম, জাফরুল আলম, জাফর আলম মাস্টার, আবদুল্লাহ হারুন, আলমগীর মেম্বার, যুবনেতা আনোয়ার হোসেন, এসএম মহিউদ্দিন, রহিম উদ্দিন রাজু, মোস্তফা মুন্না, শহীদুল্লাহ্ লিটন, মহিউদ্দিন মুন্না, শেখ মোরশেদ, শাহজাহান খান, শফিক বাবু, রেজাউল করিম বাবু, হেলাল উদ্দিন, হুজ্জাতুল ইসলাম, টিকলু তালুকদার, এমরান হোসেন, রায়হান উদ্দিন, জিয়াউদ্দিন, মিনহাজ মাসুম বাবু, শাহনেওয়াজ মুন্না, শাওন, তাজুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাই কমান্ডের নিকট এস এম ফজলুল হককে দলের মনোনয়ন দেয়ার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












