চট্টগ্রাম-১২ পটিয়া আসনে সুন্নী জোট প্রার্থীর সমর্থনে ইসলামিক ফ্রন্টের মতবিনিময় সভা

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট পটিয়া উপজেলা সভাপতি মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন, দেশের সকল আন্দোলনসংগ্রামের সূতিকাগার শতাব্দী প্রাচীন উপজেলা পটিয়া। তাই সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি আধুনিক পটিয়া গড়তে আসন্ন নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব পীরজাদা মাওলানা ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারুকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। গত ২৫ জানুয়ারি পটিয়াস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে ইসলামী ফ্রন্ট ও ইসলামিক ফ্রন্ট পটিয়া উপজেলার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট পটিয়া উপজেলা সভাপতি মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনমুহাম্মদ আলী খাঁন, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, আবুল কালাম লিটন, অধ্যক্ষ মাওলানা নুরুল আলম, গফুর আলম, মুহাম্মদ জুবাইর, জয়নুল আবেদীন, আবদুল্লাহ আল মুমিন, খোরশেদ আলম,

হাফেজ আরিফ, হাফেজ মোহাম্মদ মোরশেদুল আলম, ইলিয়াস আনসারী, মাওলানা ইলিয়াছ আলকাদেরী, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ ইমদাদ হোসেন বাবু, জসিম উদ্দীন নিজামী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছালামতিয়া মাদ্রাসার ছালানা জলসা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা সৎসঙ্গের স্মরণানুষ্ঠান