চট্টগ্রাম-১১ আসনে জামায়াতপ্রার্থী শফিউল আলমের গণসংযোগ

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী শফিউল আলম গতকাল বুধবার চট্টগ্রাম মহানগরীর ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের বাদামতলী, কাপুড়িয়া পাড়া, নাজির পাড়া, দপতরী পাড়া ও মগপুকুর পাড় এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে শফিউল আলম স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা, নাগরিক দুর্ভোগ ও উন্নয়ন সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

তিনি বলেন, চট্টগ্রাম১১ আসনকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজমুক্ত করে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

গণসংযোগ কার্যক্রমে ২৮ নং ওয়ার্ড আমীর কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ৬ষ্ঠ সমাবর্তন কাল
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে ৩৫৩ সদস্য মোতায়েন, ড্রোন নজরদারি ও বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু