চট্টগ্রাম-১০ আসনে পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেব

নির্বাচনী প্রচারণায় সাঈদ আল নোমান

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ সংসদীয় আসন ও তৎসংলগ্ন এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান।

তিনি বলেন, চট্টগ্রাম১০ একটি জনবহুল এলাকা হলেও এখানে মানসম্মত ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এখনও পর্যাপ্ত নয়। সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে হয়, যা সময় ও অর্থদুটোরই অপচয় ঘটায়। নির্বাচিত হলে আমি অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকায় একটি আধুনিক, পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো। তিনি আরও বলেন, আমার রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের অধিকার। চট্টগ্রাম১০ এর মানুষ যেন নিজ এলাকায় মানসম্মত চিকিৎসা পায়সেটিই আমার অঙ্গীকার। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়ল ৪ বসতঘর
পরবর্তী নিবন্ধধানের শীষ বিজয়ী হলে গণতন্ত্র জয়লাভ করবে