বছর কয়েক পূর্বে রাস্তার দখলদারিত্ব উচ্ছেদের পদক্ষেপ, অবশ্যই প্রশংসার দাবিদার ছিল। কিন্তু তা বহাল রাখাও প্রশাসনের দায়িত্ব। উচ্ছেদ অভিযানে রাস্তার পাশের অবৈধ দোকানপাটসহ ঘরবাড়ি সরানো হলেও তা এখনও অস্থায়ীভাবে ব্যবহার করে। যত্রতত্র হাট বাজার, যেখানে সেখানে গাড়িঘোড়া থামানো যেন নিত্যদিনের কর্ম। ফলশ্রুতিতে, বেড়ে যাচ্ছে দুর্ঘটনার সম্ভাবনা ও রাস্তায় অনাকাঙ্ক্ষিত যানজট। শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা চট্টগ্রাম হাটহাজারী মহাসড়ক। কিন্তু দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়ের ১নং গেইট, ইসলামিয়াহাট, নন্দিরহাট, চৌধুরীহাট, লালিয়ারহাট, বালুচরা, আমান বাজার, অঙিজেন, মুরাদপুরসহ অন্যান্য স্থানে অবৈধ বাজার, গাড়ি পার্কিং, বাস, সিএনজি থামানো ইত্যাদি বেড়েই চলেছে যা সড়ক দুর্ঘটনা ও যানজটের হোতা হিসেবে কাজ করছে। রাস্তার পাশে কোন ফুটপাত নেই। নেই রাস্তা পারাপারের জন্য কোন ওভারব্রিজও। অথচ জীবনের ঝুঁকি, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনের জন্য নির্দিষ্ট স্টপেজ, ফুটপাত ও ওভারব্রিজ থাকা বাঞ্ছনীয়। যথাযথ পদক্ষেপের জন্য এদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
রণি রত্নাকর
শিক্ষার্থী, আইন বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়