চট্টগ্রাম হবে বিনিয়োগের স্বর্গভূমি

স্কিল স্টেশনের অনুষ্ঠানে মেয়র

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে দেশের অন্যতম প্রধান বিনিয়োগবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এমন মন্তব্য করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম হবে বিনিয়োগের স্বর্গভূমি। এই শহর কেবল বাংলাদেশের নয়, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে। গত বুধবার হোটেল রেডিসন ব্লুতে ‘ইনভেস্ট ইন চট্টগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কিল স্টেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে স্কিল স্টেশনের কোফাউন্ডার কানাডার টরন্টোর ইয়ুক ইউনিভার্সিটির শিক্ষার্থী আল মুকসিদ আলম আলভি তাদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্যোগসমূহ নিয়ে আলোচনা করেন। বিএসআরএম ও সাজিনাজ হাসপাতালের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিসহ তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন উদ্যোক্তা ও দুই শতাধিক বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
পরবর্তী নিবন্ধব্রিটিশ এমপি টিউলিপকে দুদকে তলব