চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে স্বাস্থ্যকর্মী সম্মাননা অনুষ্ঠান

| রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ষসেরা স্বাস্থ্যৗকর্মী সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘বাংলাদেশ স্বাস্থ্য পরিবার অ্যাওয়ার্ড ও মতবিনিময় সভা গতকাল শনিবার নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান সহকারী মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সংগঠনের আহবায়ক এম গৌছ আহমদ। স্বাস্থ্যকর্মী ইলু বড়ুয়ার সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন। বক্তব্য দেন, বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, ফরিদ উদ্দিন, আবদুল আলী বাবলু, আবদুল মজিদ, মো. ইয়াছিন শরীফ চৌধুরী, অলক দাশ প্রমূখ। অনুষ্ঠানে ক্রেস্ট, মেডেল উত্তরীয় পরিয়ে দিয়ে বর্ষসেরা স্বাস্থ্যকর্মী সম্মাননা ‘বাংলাদেশ স্বাস্থ্য পরিবার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। চট্টগ্রাম থেকে স্বাস্থ্যকর্মী সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেচট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের প্রধান সহকারী মো. আবদুল মালেক, স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রেসিডেন্ট মো. কামাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঈনুল কাদের, ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সাহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগং রিভার শাইনের বিনামূল্যে চক্ষু ক্যাম্প
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ছৈয়দ ছালেকুর রহমান শাহের (ক.) বার্ষিক ওরশ