চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের অভিষেক

| শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল গত বুধবার মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক আলী প্রয়াসএর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক ড. মোহীত উল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, সাংবাদিকসাহিত্যিক রাশেদ রউফ, গবেষক মুহাম্মদ শামসুল হক, সিটি মেয়রের একান্ত সহকারী ও উপসচিব আবুল হাসেম, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মন্‌জু, সাংবাদিক কামরুল হাসান বাদল, প্রকাশক মহিউদ্দিন শাহ আলম নিপু, গবেষক ও প্রকাশক জামাল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, প্রকাশনা শিল্পের বিকাশের মাধ্যমে প্রকাশকরা জাতি গঠনে প্রত্যক্ষ অবদান রেখে আসছে। চট্টগ্রামে বৃহত্তর পরিসরে বইমেলা আয়োজনেও সৃজনশীল প্রকাশক পরিষদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও বলেন, লেখকপ্রকাশকপাঠকের সুসম্পর্ক ও সমন্বয়ের ভিত্তিতে এ শিল্পের বিকাশমান ধারা অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ডা. মাহফুজুর রহমান। এতে পরিষদের সিনিয়র সহসভাপতি রেহেনা চৌধুরী, সহসভাপতি মিজানুর রহমান শামীম, কোষাধ্যক্ষ মো. সোহেল রানা, প্রকাশক নুরুল আবসারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিষেক শেষে সবাই নগরীর কদম মোবারকস্থ একটি রেস্টুরেন্টে ইফতার অয়োজনে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবতার মুখে হাসি ফোটানোর চেষ্টাই হলো লায়নিজম
পরবর্তী নিবন্ধবাংলাদেশে আসছেন আতিফ আসলাম, ভক্তদের উচ্ছ্বাস