চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বার্ষিক সাধারণ সভা

| বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ২য় বার্ষিক সাধারণ সভা গত ২৯ অক্টোবর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস। উপস্থিত ছিলেন পরিষদের সদস্য ডা. মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক রাশেদ রউফ ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক।

আলোচনায় অংশ নেন প্রকাশক জামাল উদ্দিন, রেহেনা চৌধুরী, মিজানুর রহমান শামীম, গোফরান উদ্দীন টিটু, মুহাম্মদ নুরুল আবসার, . শিব প্রসাদ শূর, আবু নাছের মুহাম্মদ তৈয়্যব আলী, আখতারুল ইসলাম, মো. সাহাব উদ্দীন হাসান বাবু, মুহাম্মদ মহিউদ্দিন ও মুহাম্মাদ মোখতার হোছাইন সিকদার।

গত বছরের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আলী প্রয়াস। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক সোহেল রানা। সাধারণ সভা উপলক্ষে প্রকাশিত হয় প্রকাশক নির্দেশিকা ও গঠনতন্ত্র। আলোচকরা প্রকাশনা শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আসন্ন অমর একুশে বইমেলা চট্টগ্রামকে সফল করতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় পরিষদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর দক্ষ গ্র্যাজুয়েট প্রয়োজন : ভিসি
পরবর্তী নিবন্ধঅসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর বাতিঘর জেলা লিগ্যাল এইড অফিস