বাংলাদেশের সব স্থানে নির্বাচন চলমান আছে শুধু চট্টগ্রাম ব্যতীত। এই নির্বাচন না হওয়ার কারণে আমার প্রিয় চট্টগ্রামের অনেক ক্ষতিসাধন হচ্ছে যা অপূরণীয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক খোরশেদ আলম সুজন যে কাজ করে যাচ্ছেন তা নিঃসন্দেহে অতুলনীয় ও প্রশংসার দাবিদার কিন্তু উনার একার পক্ষে ৪৩টি ওয়ার্ডের সমস্যা খুঁজে বের করা এবং সমাধান করা অসম্ভব ও কষ্টকর। শুধু প্রত্যেকটি ওয়ার্ড কমিশনারের মাধ্যমে এই সমস্যা খুঁজে বের করে তাদেরই সমাধান করা সম্ভব যা বর্তমানে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন না হওয়ার কারণে প্রত্যেকটি ওয়ার্ডের মানুষ জটিলতায় ভুগছে। তাছাড়া যে সময় ও মাস-দিন হিসেবে অতিবাহিত হচ্ছে অর্থাৎ যে কাজ ও সমস্যাগুলো বকেয়া হিসেবে জমা হচ্ছে তা সমাধান করা ভবিষ্যত ওয়ার্ড অভিভাবক/কাউন্সিলরের পক্ষে কঠিন হয়ে পড়বে কারণ সময়ের সাথে চলতে গেলে অর্থাৎ আপনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে অতীতের বকেয়া কাজ ও সমস্যাগুলোর সঠিক সমাধান যথাযথ সময়ে করতে হবে। তা না হলে চলমান উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তাছাড়া আপনি অবগত আছেন যে আমাদের চট্টগ্রামে আঞ্চলিক রাজনীতির কারণে গ্রুপিং লেগেই আছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যারা রয়েছেন তাদের কাজের ব্যাঘাত সৃষ্টি করার লক্ষ্যে যারা মনোনীত হয় নাই তারা ষড়যন্ত্র করার সময় পাচ্ছে যা ভবিষ্যতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হলেও তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের ছক করেছে তা নস্যাৎ করতে অনেক সময় নষ্ট হবে অর্থাৎ উন্নয়ন কাজে ব্যাঘাত সৃষ্টি হবে।
চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে তথা দেশের উন্নয়নের স্বার্থে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন জটিলতা দ্রুত সমাধান করার জন্য আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।
এস এম সোহেল, শিক্ষার্থী, দ্য ইন্সটিটিউট অভ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অভ বাংলাদেশ (আইসিএবি)