চট্টগ্রাম সাংস্কৃতিক জোটের উদ্যোগে সম্প্রতি কদম মোবারক এম ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দুর্নীতি প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সজল দাশের সঞ্চালনায় ও কবি আশীষ সেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেএসপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত।
প্রধান আলোচক ছিলেন ডা. রতন চক্রবর্ত্তী। বিশেষ আলোচক ছিলেন ওসমান জাহাঙ্গীর, ডা. চয়ন চক্রবর্ত্তী, শিক্ষক দুলাল বড়ুয়া, অচিন্ত্য কুমার দাশ, নারায়ণ দাশ, হানিফুল ইসলাম চৌধুরী, দিলীপ সেনগুপ্ত, সাথী কামাল, নিলয় দে ও হারাধন নাহা বাসু। আরো বক্তব্য দেন সুজন মজুমদার, শাহ নুরুল আলম, এডভোকেট পংকজ কুমার রায়, প্রকৌশলী সুভাষ গুহ, রতন ঘোষ, রতন ভট্টাচার্য, সবুজ চৌধুরী রকি, রুপেন কুমার দত্ত, আন্না দত্ত, প্রিয়াংকা মন্ডল, পাপিয়া চৌধুরী, হৃদিতা চৌধুরী, এমরান হোসেন, ঊর্মি নন্দী, পাপিয়া বড়ুয়া, নিশাদ বড়ুয়া, শর্মিষ্ঠা দত্ত, রিতা দাশ, রূপসী বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।