পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল গত ৪ এপ্রিল স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির প্রায় ছয়শত আজীবন সদস্য অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য দেন, ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক হাসান মুরাদ বিপ্লব। সদস্য সচিব জিয়া উদ্দিন অসিফের সঞ্চালনায় প্রধান আতিথির বক্তব্য দেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও সমিতির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান। বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলেচনা করেন এবং সমিতির সদস্য ভ্রাতৃত্যের বন্ধনকে পবিত্র রমজানের মহিমায় আরো দৃঢ় করতে অংশগ্রহণকারী সকলের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন – আবুল হাসেম, নূরুল আমিন খান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, প্রফেসর রহিম উল্লাহ, অধ্যাপক দিলীপ কান্তি, খায়রুল ইসলাম কক্সী, হাফিজুর রহমান, আ ন ম ওয়াহিদ দুলাল, রাশেদুল আমিন রাশেদ, হারুন ইউসুফ, নওশাদ আলম চৌধুরী, আমান উল্লাহ আল কাদের, সৈয়দ মোর্শেদ হোসেন, সোলেমান খান চৌধুরী, চৌধুরী শামিম মোস্তফা, অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, মাখন লাল দাশ, গোপাল পাল, হুমায়ূন কবির ঢালী, কামরুল হাসান, শাহিন দিল নেওয়াজ খান, সাইফুল আলম খান, সৌরভ বড়ুয়া রয়েল, সৈয়দ মোহাম্মদ খালেদ, মহিউদ্দিন আহমদ চৌধুরী, রঞ্জন কান্তি দে, আনোয়ারুল আনিস কাঞ্চন, রূপম পালিত, শাহরিযার মাহমুদ খান, হুমায়ূন মোর্শেদ শাকিল, ইয়াসির আরাফাত, মঈনউদ্দিন মাহমুদ চৌধুরী, তানভির আহম্মদ রিংকু ও এহতেশাম রিশতা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কমার্স কলেজের সকল প্রবীণ, অসুস্থ ও প্রয়াত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও সমিতি সদ্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চসিকের মাদ্রাসা পরিদর্শক মৌলানা মোহাম্মদ হারুনুর রশিদ। প্রেস বিজ্ঞপ্তি।