চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মুজিবুর রহমান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান। চট্টগ্রামের এই কৃতী শিক্ষক ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। তাকে প্রেষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।

এর আগে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক রেজাউল করিমকে বদলি করে তাঁর স্থলাভিষিক্ত করা হয় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে। গত ২৩ অক্টোবর বোর্ডের সচিব হিসেবে তিনি যোগদান করেন। এরপর থেকে গত ১২ দিন শূন্য ছিল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের গুরুত্বপূর্ণ পদটি। আগামী ১২ নভেম্বরের মধ্যে নতুন পরীক্ষা নিয়ন্ত্রককে যোগদান করতে বলা হয়েছে।

কুমিল্লার সন্তান অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৯৬ সালে ১৬ তম বিসিএস’র (সাধারণ শিক্ষা) মাধ্যমে তিনি শিক্ষা ক্যাডারে যোগদান করেন।

পূর্ববর্তী নিবন্ধনূরুন্নেছা বেগম
পরবর্তী নিবন্ধহালিশহরে বিশ্ব সুন্নী আন্দোলনের সালাতু সালাম মাহফিল