চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কার্যক্রমকে অধিক গতিশীল করার প্রত্যয়

সংবর্ধনা অনুষ্ঠানে নতুন চেয়ারম্যান

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে আধুনিক তথ্য প্রযুক্তি সুবিধাসম্পন্ন, দুর্নীতিমুক্ত ও সেবাধর্মী কার্যক্রমে অধিক গতিশীলতা আনয়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। গতকাল সোমবার বোর্ড মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সকল সেবা শিক্ষক শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হবে আমার অঙ্গীকার। এ লক্ষ্যে তিনি কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

সকালে বোর্ড চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। পরে শিক্ষা বোর্ড আয়োজিত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) তাওয়ারিক আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোর্ডের উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদিশেহারা মানুষের ভাগ্য পরিবর্তনে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধঅক্ষয়ের ছবির জন্য ৫০ হাজার পোশাক বানিয়েছেন পরিচালক!