দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ার অভিযোগে বিক্ষোভ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তা–কর্মচারীদের একাংশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বোর্ড চেয়ারম্যানের কক্ষ ঘেরাও করে আন্দোলন শুরু করেন পদোন্নতি বঞ্চিত এসব কর্মকর্তা–কর্মচারী। পরে বেলা বারোটার দিকে পদোন্নতি বঞ্চিতদের সঙ্গে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম চৌধুরী বৈঠকে বসেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন শিক্ষাবোর্ডে পদোন্নতি বন্ধ ছিল। সরকার পতনের পরে গেল কয়েকদিন ধরে পদোন্নতির বিষয়টি নতুন করে সামনে আসে। এ সময় বোর্ড চেয়ারম্যানকে পদোন্নতির কার্যক্রমে গতি আনতে তাগাদা দেন বঞ্চিতরা। শেষমেশ দাবি আদায় না হওয়ায় আন্দোলনে নামেন তারা। এ বিষয়ে বোর্ড সচিব প্রফেসর আমিরুল মোস্তফা আজাদীকে বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষাবোর্ডে পদোন্নতি বন্ধ থাকায় তারা অনেকবার এ নিয়ে দাবিদায়া দিয়ে আসছে। কিন্তু তারা যেভাবে চাচ্ছে সেভাবে তো তাড়াহুড়া করে হয় না। পদোন্নতির জন নির্দিষ্ট নীতিমালা রয়েছে, নিয়মকানুন রয়েছে। আমরা চাচ্ছি পদোন্নতি দেওয়ার। এ নিয়ে কার্যক্রম শুরু হয়ে গেছে। আশা করি বিধিমালা অনুসারে সব হবে।