চট্টগ্রাম শহরে খোলা নালাগুলো দ্রুত সংস্কার করা হোক

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য খোলা নালা। শহরের ব্যস্ততম এলাকাগুলোতে এইসব নালার সংখ্যা সবচেয়ে বেশি। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অংশ হিসেবে এইসব নালাগুলো ব্যবহৃত হলেও সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবৎ এগুলো অনিরাপদ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। নালাগুলো বেশিরভাগই রাস্তার পাশে হওয়ায় এতে যাত্রী সাধারণ পথচারীদের হাঁটা চলার সময় বেশ অসুবিধায় পড়তে হয়। এছাড়া নালাগুলো সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করে বর্ষাকালে। মাঝারি বা অতিভারী বর্ষণের ফলে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে করে এসব খোলা নালাগুলো পানির নিচে ঢাকা পড়ে। ফলে পথচারীরা হাঁটার সময় অসাবধানতাবশত নালার মধ্যে পড়ে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়। বিগত সময়ে এসব নালার মধ্যে পড়ে অনেক মানুষের জীবন হানি ঘটেছে তা আমরা প্রত্যক্ষ করেছি। প্রতিবছর বিশেষ করে বর্ষা মৌসুমে নালার মধ্যে পড়ে গিয়ে শিশু, বৃদ্ধসহ অনেক মানুষ নিখোঁজ হন।যা কোন ভাবেই কাম্য নয়। তাই দ্রুত সময়ের মধ্যে এসব নালাগুলো সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

ওবায়দুল মোস্তফা শিবলী

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধএল্‌ভিস প্রেস্‌লি : বিংশ শতাব্দীর সাংস্কৃতিক আইকন
পরবর্তী নিবন্ধআশার নতুন সূর্য উদয় হোক