চট্টগ্রাম লেখিকা সংঘের উদ্যোগে চার গ্রন্থের প্রকাশনা উৎসব গত ১৯ এপ্রিল চট্টগ্রাম লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়। বেগম জিনাত আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখক কুসুম আক্তার ভান্ডারীর ‘হুব্বে রাসূল (সা.)’ গ্রন্থ নিয়ে আলোচনা করেন জেসমিন ইসলাম, ছড়াকার সৈয়দা সেলিমা আক্তারের ‘নির্বাচিত ছড়া’ গ্রন্থের আলোচনা করেন কবি সনজীব বড়ুয়া, কবি সৈয়দা করিমুননেসার ‘শব্দে আঁকি’ গ্রন্থের আলোচনা করেন অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, লেখক নুসরাত সুলতানার ‘চট্টগ্রামের পর্যটন, ঐতিহ্য ও সম্ভাবনা’ গ্রন্থের আলোচনা করেন অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। অনুভূতি ব্যক্ত করেন ৪ লেখক। কবি মর্জিনা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখিকা সংঘের সহ–সভাপতি অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দা শাহনাজ আক্তার। শুরুতে সাহিত্যিক দীপালী ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম লেখিকা সংঘের উপদেষ্টা ড. আনোয়ারা আলম, ফরিদা ফরহাদ, মেহের আফরোজ হাসিনা, পারভীন জালাল, অধ্যাপক আলেয়া চৌধুরী, তাহেরা বেগম, নাজনীন আমান, পিংকু দাস, শাহরিয়ার ফারজানা, রোকসানা বন্যা, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, কস্তুরী সিংহ, মহুয়া চৌধুরী, সৈয়দা বদরুন্নেসা, মোঃ আজিজ উদ্দিন, শহর বানু, শাহানাজ মাহমুদ, সৌভিক চৌধুরী, উম্মে হাবিবা, জয়নুল, সুচয়ন পাল, রিদওয়ান, সাদিয়া, মনোয়ারা, যুবরাজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।