চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫২০২৬ মেয়াদের চতুর্থ গভর্নিং বডির সভা গতকাল নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় আসন্ন ৫৯তম বার্ষিক সাধারণ সভায় উত্থাপনের জন্য খসড়া বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ফাউন্ডেশনের সম্পাদক লায়ন ডা. দেবাশীষ দত্ত। তিনি ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম এবং লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের উল্লেখযোগ্য অগ্রগতি ও অর্জনসমূহ তুলে ধরেন।

তিনি জানান, ২০২৪২০২৫ অর্থবছরে হাসপাতালটি মোট ১,২৫,০২০ জন বহির্বিভাগের রোগী, ৩০,৩৪৩ জন আউটরিচ ক্যাম্পের রোগীকে সেবা প্রদান এবং ১৪,০৭২টি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এছাড়াও স্মার্টফোন ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিংসহ বিভিন্ন আধুনিক সাবস্পেশালিটি সেবা চালু করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় ৫৭ জন অভিজ্ঞ চিকিৎসকসহ ও সহায়ক জনবল মানবসেবায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

সভায় উল্লেখ করা হয়, বিগত বছরে কানাডিয়ান সংস্থা জেকো ফাউন্ডেশনের অনুদানে সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হয়। এছাড়া লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ভিশন গ্রান্টের আওতায় হাসপাতালের রোগীদের সুচিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। ভবিষ্যতে টেলিমেডিসিন, মোবাইল আই ট্রিটমেন্ট অ্যাম্বুলেন্স ও স্যাটেলাইট আই ক্লিনিক স্থাপনের পরিকল্পনার কথাও সভায় জানানো হয়।

সভায় লায়ন ডা. দেবাশীষ দত্ত জানান, সমপ্রতি প্রথমবারের মতো লায়ন্স ইন্টারন্যাশনালের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. মনোজ শাহ ও তাঁর সহধর্মিণী লেডি লায়ন জয়না শাহ চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক। পরিদর্শনকালে লায়ন ডা. মনোজ শাহ হাসপাতালটির মানসম্মত চিকিৎসা ব্যবস্থা, সুসংগঠিত পরিচালন কাঠামো ও কর্মীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করে একে ‘চট্টগ্রাম অঞ্চলের একটি টেম্পল অব সার্ভিস’ হিসেবে অভিহিত করেন।

সভায় জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ অর্থবছরের খসড়া অডিট রিপোর্ট উপস্থাপন করেন ফাউন্ডেশনের ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী। আসন্ন ৫৯তম বার্ষিক সাধারণ সভায় উত্থাপনের জন্য খসড়া বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট অনুমোদন করা হয়।

সভায় উপস্থিত সকলের আলোচনা সাপেক্ষে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের আসন্ন ৫৯তম বার্ষিক সাধারণ সভা আগামী ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.৩০টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রাক্তন জেলা গভর্নরবৃন্দের মধ্যে ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম.. মালেক, কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু মোরশেদ, ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস. এম. আশরাফুল আলম আরজুসহ গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, ডেপুটি ডিরেক্টর ডা.শাবানা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনসাফি হান্না উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ফাউন্ডেশন ও এর প্রকল্পসমূহের বিভিন্ন কার্যক্রম নিয়ে পরামর্শ ও প্রস্তাব তুলে ধরে রোগীদের সেবায় সন্তুষ্টি অর্জনের মাধ্যমে লায়ন্স চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার মানুষ আর মুখের উন্নয়ন চায় না : ডা. এটিএম রেজাউল
পরবর্তী নিবন্ধপটিয়ায় বাসের ধাক্কায় নৌ বাহিনীর সৈনিক নিহত