চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৩ ও ২০২৪ মেয়াদের গভর্নিং বডির ৮ম সভা সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে গতকাল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের জন্য জরুরি এবং মূল্যবান অনেক যন্ত্রপাতি ক্রয়ে লায়ন্স ক্লাব, সদস্য ও সমাজের বৃত্তবানদের থেকে ফান্ড সংগ্রহ, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের জন্য আজীবন সদস্য সংগ্রহ, ভ্রাম্যমাণ চক্ষু শিবির পরিচালনা ও চক্ষু শিবির থেকে আগত রোগীদের মানসম্মত সেবা প্রদান এবং লায়নদের বিভিন্ন প্রকল্পে সার্বিক সহযোগিতা প্রদানে নীতিমালা প্রণয়ন সংক্রান্ত মূল্যবান আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকল্প লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও প্রদত্ত মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবা প্রদান, বিগত বছরের সাথে হাসপাতালের তুলনামূলক প্রতিবেদন উত্থাপন এবং হাসপাতালের সেবার মান আরও উন্নয়নের জন্য কর্মপরিকল্পনা নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন।
সভায় লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম এ মালেক ও লায়ন নজমুল হক চৌধুরী, ফাউন্ডেশনের প্রাক্তন ভাইস–চেয়ারম্যান লায়ন রফিক উদ্দিন আহমেদ, ফাউন্ডেশনের ভাইস–চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, লায়ন ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন মোহাম্মদ কবিরউদ্দিন ভূঁইয়া, লায়ন এস. এম. সামশুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোহাম্মদ মোস্তাক হোসাইন এবং ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির পক্ষে সেক্রেটারি লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজুসহ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৩ ও ২০২৪ মেয়াদের গভর্নিং বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের ২য় বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডাঃ প্রকাশ কুমার চৌধুরীসহ হাসপাতালের সকল চিকিৎসক এবং অর্থদাতা সকলকে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী ধন্যবাদ প্রদান করেন। সভার শেষ পর্যায়ে ফাউন্ডেশনের ভাইস–চেয়ারম্যান লায়ন কামরুন মালেক উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং হাসপাতালের ধারাবাহিক উন্নয়নে সকলের আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।