চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্য নির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও সদর সাব রেজিষ্ট্রার শাহ মো. আশরাফ উদ্দিন ভুইয়া। ২য় পর্বে নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিষ্ট্রার তাপস কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন সদর সাব রেজিষ্ট্রার শাহ মো. আশরাফ উদ্দিন ভুইয়া , চান্দগাঁও সাব রেজিষ্ট্রার গাজী আবদুল করিম, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রিয় উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ আবু তালেব, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব এম মোক্তার আহমদ। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা রেজিষ্ট্রী অফিসের প্রধান সহকারী ফিরোজ উদ্দিন, জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, মো.নুর উদ্দিন চৌধুরী, আলহাজ্ব আহমদ আবদুল কাইয়ুম, মাহবুবুল আলম মিয়াজী বাহার প্রমুখ। উপস্থিত ছিলেন- আলহাজ্ব এম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আলহাজ্ব মো. তজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আকবর আলী, মো. এরশাদ উদ্দিন, মো. সেলিম উদ্দিন, আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, মো. শহীদুল ইসলাম শহীদ, মো. মামুনুর রশিদ, মো. আকবর , মো. কামরুল ইসলাম, মো. ফোরকান, কাজী মো. রোকনুজ্জামান, মো. জয়নাল আবেদীন হিরু, সুমন মজুমদার, মো. সিরাজুল ইসলাম, হাজী মনির উদ্দিন, মো. শাহজাহান, মো. আবু তাহের, মো. সিরাজুল আলম, মো. দিদারুল আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন,সরকারী রাজস্ব আদায়ের পাশাপাশি সুন্দর ও কল্যাণমুখী সমাজ বিনির্মানে দলিল লেখকেরা দায়িত্বশীল ভুমিকা পালন করছে। তিনি বলেন, দলিল লেখকদের বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত নিরসনে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি নব নির্বাচিত কর্মকর্তারা সমিতিকে গতিশীল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, পেশার উপর অন্য কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে আমাদেরকে সজাগ ও সচেতন থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।