চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন

| সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনায় গত ২৫ ফেব্রুয়ারি কোর্ট হিলস্থ সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির নব নির্বাচিত কর্মকর্তারা হলেনসভাপতি আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, সহসভাপতি সানু বিশ্বাস চন্দন, সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, সহসাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহঅর্থ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, প্রচার তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম হৃদয়, সমাজ কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ আকবর, দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন হিরু, পরিষদ সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবু ছৈয়দ, মোঃ ওসমান গনি, মোঃ শাহজাহান৩ ও মোঃ কামাল উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার ও সদর সাব রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য্য, নির্বাচন কমিশনার অধ্যাপক হুমায়ুন কবির ও এয়ার মোহাম্মদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সমিতির সকল সদস্যদের ধন্যবাদ জানান। নব নির্বাচিত কর্মকর্তারা সদস্যদের পেশাগত মান উন্নয়নে এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাশুড়িকে খুন করা সেই জামাইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে চার প্রতিষ্ঠানকে অর্থদন্ড