চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাংবাদিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের উদ্যোগে সাংবাদিক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার এম এ আজিজ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং বিকেলে রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী মনসুর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টের আহবায়ক সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার স্পোর্টস অফিসার আবদুল বারি। এ সময় সিআরএফ সহসভাপতি আলমগীর অপু, সাধারণ সম্পাদক আলিউর রহমান ছাড়াও চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধশতাধিক একঝাক সংবাদ কর্মী এবং অন্যান্য পত্রিকার বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় টিম সাম্পান দল ১০ গোলে টিম কর্ণফুলী দলকে পরজিত করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য সকালে চারটি দল দুই গ্রুপে নক আউট পদ্ধতিতে অংশ নেয়। টিম কর্ণফুলী টিম হালদার খেলা ১১ গোলে ড্র হয়। টিম হালদার পক্ষে মুরাদ মাওলা ও কর্নফুলীর পক্ষে মনিরুল ইসলাম পারভেজ একটি করে গোল করলে নির্ধারিত সময় খেলা অমিমাংসিত থাকে। পরে টাইব্রেকারে মনিরুল ইসলাম পারভেজের একমাত্র গোলে ফাইনালে উঠে টিম কর্নফুলী। পরের ম্যাচে টিম সাম্পান ২০ গোলে টিম হালদাকে হারিয়ে ফাইনালে উঠে। খেলার সুবল বড়ুয়া ও রফিক হায়দার একটি করে গোল করেন। ফাইনাল খেলায় রফিক হায়দারের একমাত্র গোলে টিম সাম্পান টিম কর্নফুলীকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রামে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধ১৪ বছর পর শ্রীলঙ্কায় সিরিজ জিতল অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন