চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির ত্রি–বার্ষিক নির্বাচন (২০২৫–২০২৮) আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চকবাজারস্থ অলিখাঁ মসজিদের উত্তর পূর্ব পার্শে আনিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে সংগঠন কর্তৃক পরিচয়পত্র সহ সদস্যদের ভোট প্রদানের জন্য চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মোরশেদুল আলম কাদরী আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।