আসন্ন সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এর সমপ্রতি গঠিত ফুটবল কমিটিতে ভাইস–চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তরুণ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ওমর চৌধুরী। তিনি রাজনৈতিক ও সামাজিকভাবে সুপরিচিত এক স্বনামধন্য পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার পিতা প্রয়াত বিএনপি নেতা আব্দুল গাফফার চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। বড় ভাই ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। ওমর চৌধুরী বলেন, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। ক্লাবের ক্রীড়া ও ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি সম্পূর্ণ নিষ্ঠা, উদ্যম ও অভিজ্ঞতা দিয়ে কাজ করব।