আগামী ২০২৪–২৫ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় আয়কর, ভ্যাট, কাস্টমস ও শিল্প সংক্রান্ত একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। বাজেট আলোচনায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান বলেন, বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব ও যুগোপযোগী সিদ্ধান্তের কারণে দেশের অর্থনীতি এখনও সমুন্নত রয়েছে। তার গৃহীত বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধি লাভ করবে, যা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। যার সুফল আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি। পদ্মা সেতু, ঢাকা মেট্রোরেল এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেল ব্যবহারের মাধ্যমে দেশের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি জনগণের জীবনযাত্রার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গতকাল দুপুরে নগরীর হোটেল আগ্রাবাদে আয়োজিত প্রাক–বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি তৈরি পোশাক শিল্পের মোট রপ্তানি প্রাপ্তির ওপর ১ শতাংশ উৎসে অগ্রিম কর কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করার প্রস্তাব করেন। এছাড়া যদি এটি সম্ভব না হয় তবে কাটিং এন্ড মেকিং (সিএম) এর ওপর কর্তন করার সুপারিশ করেন। এছাড়া বস্ত্র শিল্পের মোট ১ শতাংশ কর হার পরিবর্তন করে তৈরি পোশাকের মতো মোট রপ্তানি আয়ের শূন্য দশমিক ২৫ শতাংশ কর কর্তন করা, ইনল্যান্ড কন্টেনার ডিপো (আইসিডি) কর অবকাশ সুবিধার পাশাপাশি উৎসে অগ্রিম কর ৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা, প্রাইভেট লিমিটেড কোম্পানির কর ২৭ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা, ইস্পাত শিল্পের অগ্রিম ভ্যাট হার ৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা, ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে মামলা দায়েরের ক্ষেত্রে ২০ শতাংশ হারে কর পরিশোধের বিধান কমিয়ে ৫ শতাংশ করা, সময়ে সময়ে বিভিন্ন এস.আর.ও এর বিপরীতে কাস্টমস কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক ভ্যাটের বিভাগীয় কর্মকর্তা হতে প্রত্যয়ন পত্র ইস্যু করার নামে হয়রানিমূলক কার্যক্রম কমিয়ে আনা, হোম কমজাম্পশন বন্ডেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে বন্ডের আমদানি প্রাপ্যতা থাকা সত্ত্বেও বন্ডেড সুবিধা ব্যতিরেকে কাস্টম্স কমিশনারের অধীনে ক্যাশ ডিউটি দিয়ে পণ্য আমদানি করার প্রক্রিয়া বন্ধ করাসহ একগুচ্ছ বাজেট প্রস্তাবনা দেন খলিলুর রহমান।
প্রাক–বাজেট আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সভাপতি আবু হেনা মো. রহমাতুল মুনিম চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির বাজেট প্রস্তাবনাগুলো লিখিতভাবে গ্রহণ করেন। অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ–সভাপতি এএম মাহবুব চৌধুরী বিস্তারিত বাজেট প্রস্তাব পেশ করেন। এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের সমস্যার কথা মনযোগ সহকারে শুনেন এবং যুক্তি সঙ্গত যে কোনো সমস্যা সমাধানে আন্তরিক বলে অভিমত প্রকাশ করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সহ–সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, আবদুস সালাম, জসিম উদ্দিন চৌধুরী, সহসভাপতি (ফরেন ট্রেড এন্ড অ্যাফায়ার্স) ডব্লিউআর আই মাহমুদ রাসেল, পরিচালক মো. সাহাবউদ্দিন আলম, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, বোরহানুল এইচ চৌধুরী প্রমুখ।