চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের ট্রফি ও জার্সি উন্মোচন

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের বহুল প্রতীক্ষিত ‘মিডিয়া নাইট’ গত রোববার রাতে নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে চট্টগ্রাম ও ঢাকায় কর্মরত মিডিয়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, সংস্কৃতিকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) হুমায়ুন কবির। তিনি মিডিয়া কর্মীদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি মিডিয়া অঙ্গনের মানুষের মাঝে সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করার একটি মিলনমেলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক। মিডিয়া নাইটের অন্যতম আকর্ষণ ছিল চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের অফিসিয়াল ট্রফি উন্মোচন ও অংশগ্রহণকারী দলসমূহের জার্সি উন্মোচন। প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ট্রফি ও জার্সি উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর আবদুল মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন, উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব পিরান খান, মেন্টোস এর স্বত্বাধিকারী মানজুমা মুজুমদার, পিজাবো ও ক্রিস্পি স্বত্বাধিকারী মাশফিকুর রহমান, রায়হান কাদির চৌধুরী আর গ্রুপ অব ইন্ড্রাস্টিজের স্বত্বাধিকারী ও একাত্তর টেলিভিশন ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠ খ্যাত শিল্পী আরাফাত, নাটাই ব্যান্ডের আল তুষি এবং জনপ্রিয় ডিজে নিশ। অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের উপদেষ্টা জাহিদুল করিম কচি এবং চেয়ারম্যান তানভীর হায়দার। তাঁরা আয়োজন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির সবচেয়ে বড় মঞ্চ : ফাহিম
পরবর্তী নিবন্ধবাংলাদেশের চৈতী-শহিদুল্লাহর স্বর্ণপদক অর্জন