চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল দন্তরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান হাসপাতালের আজীবন সদস্য মরহুম ডা. কামরুল ইসলাম জুয়েলের পরিবারের পক্ষ থেকে গত রোববার মরহুমের পিতা মো. শহীদ উল্লাহর নিকট থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার্থে ২টি উন্নতমানের সাকার মেশিন, ৮টি নেবুলাইজার, ১টি ওয়াকার ও ৩টি উন্নতমানের হুইল চেয়ার অনুদান হিসেবে প্রদান করেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষে উক্ত অনুদানসমূহ গ্রহণ করেন কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সাইফুল আলম। এ সময় হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন মাহমুদ ইলিয়াছ, আজীবন সদস্য ফজলুল করিম মজুমদার মুন্না, মো. নুরুল আকতার, সাইফুদ্দিন সিদ্দিকী ও মো. নুরুল আমিন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












