ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু–কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে ড়শ ২০ ফেব্রুয়ারি পাহাড়তলী হাজী ক্যাম্পে অনুষ্ঠিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা ক্বিরাত, হামদ/নাত, কবিতা আবৃত্তি, রচনা, আযান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় চট্টগ্রাম মহানগর পর্যায়ে ৩৫টি পুরস্কার অর্জন করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়। এ কৃতিত্ব অর্জন করায় মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।