ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত চট্টগ্রাম মহানগরের অনূর্ধ্ব-১৬ বালকদের মাসব্যাপী হকি প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ২৮ জুন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউসুফ। জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক এস এম গিয়াস উদ্দিন বাবর, প্রাক্তন হকি খেলোয়াড় মো. আনিসুর রশীদ, মোশফেকুর রহমান আরমান প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন কাজী মইনুল হোসাইন। প্রশিক্ষণে মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০ জন ছাত্র অংশ গ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।