চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটি গঠন

| মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ২০২৩২০২৪ সালের নতুন ফুটবল কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন: সংস্থার সহসভাপতি ও ফুটবল কমিটির চেয়ারম্যান উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদক মাহবুব উল আলম মুকুল। ভাইসচেয়ারম্যানরাকিব মাহমুদ, সাইফুল্লাহ মনছুর, এম.এ মুছা বাবুল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাছির, মোহাম্মদ মারুফ, সদস্যমাহবুব আলম রাজিব, মো. মহসিন সাজু, মো. ফরিদ। এছাড়া বহাল আছেন ভাইস চেয়ারম্যান আশীষ ভদ্র, ইবাদুল হক লুলু,তৈয়বুর রহমান, অধ্যাপক সুমন বড়ুয়া, উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) সিএমপি,চট্টগ্রাম, ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহাম্মাদ, এস.এম আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার, কর্পোরেট এফেয়ার্স,ইস্পাহানি গ্রুপ, চট্টগ্রাম। যুগ্ম সম্পাদক মো. জহির উদ্দিন কুট্টি। সদস্য হিসাবে বহাল আছেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, সংস্থার যুগ্ম সম্পাদক শাহবুুদ্দিন আহমেদ চৌধুরী, মমতাজুল হক রুক্কু, সেকান্দর কবির, কায়সার মির্জা, নিয়াজ মোহাম্মদ খান, অধ্যাপক যাহেদুর রহমান, মনোরঞ্জন সাহা, নুরুল ইসলাম নুরু, নওশাদ আলম চৌধুরী,ডা. সৈয়দ সাইফুল ইসলাম, দেবাশীষ বড়ুয়া, আর.আই, সিএমপি, চট্টগ্রাম, মো. মনির হাসান ভূইয়া আনোয়ার, সাধারণ সম্পাদক, মহানগরী ফুটবল রেফারী সমিতি, প্রবীন কুমার ঘোষ,আব্দুল গফুর পন্টি, মো. হায়দার কবির প্রিন্স, মারুফ সিকদার, ইয়াকুব আলী, আনিসুর রহমান মিরাজ, মো. শাহজাহান আহমেদ সামি, আরিফ মো. অনিক।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ভেটারেন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চকবাজার ও মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রিন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের ফলাফল