চট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বোট ক্লাব আয়োজিত সিবিসি টেবিল টেনিস টুর্নামেন্ট২০২৫ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী গতকাল ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট ও ক্লাবের এক্সঅফিসিও মেম্বার কমডোর তানজিম ফারুক। অনুষ্ঠানে ক্লাবের সেক্রেটারি, আমন্ত্রিত অতিথিগণসহ অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের দ্বৈত ক্যাটাগরীতে কমডোর কাওছার রশিদ ও ক্যাপ্টেন সাইদুর রহমান খান চ্যাম্পিয়ন এবং ক্যাপ্টেন রেজাউল হোসেন ও মেম্বার পুত্র রাহেল মো. শাহবাজ হোসেন রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। টুর্নামেন্টের একক ক্যাটাগরীতে ক্যাপ্টেন সাইদুর রহমান খান চ্যাম্পিয়ন এবং কমডোর কাওছার রশীদ রানার্স আপ হন। টুর্নামেন্টে ক্যাপ্টেন মো. মেজবাহ উদ্দিন, ক্যাপ্টেন কে.এম. মামুনুর রশীদ, ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ, ক্যাপ্টেন আশরাফ মাহমুদ রিয়াদ, ক্যাপ্টেন এম কিবরিয়া হক, ক্যাপ্টেন মো. দাউদ কাওসার মাহমুদ, ক্যাপ্টেন নাজমুল আলম (মেরিনার), মো. জসিম উদ্দিন চৌধুরী, কমান্ডার তোফায়েল আহমেদ, কমান্ডার মো. জুবায়ের আহমেদ, লেঃ কমান্ডার খইরোম লেইশেম, লেঃ কমান্ডার সামিউল হক, লেঃ কমান্ডার মো. ইমরান সরকার এবং মেম্বারদের পুত্র মো. নাজমুস সালেহীন রাজিন, আসহাব হালিম, মো. নাজমুস সাদাত নাসিফ, মাহমুদুর রহমান ইভান, তাওসিন বিন মেসবাহ অংশগ্রহণ করেন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহার দিয়ে শুরু যুবাদের
পরবর্তী নিবন্ধজয় পেতে ব্যাটিংয়ে সেরা পারফরমেন্স করতে হবে