চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের আয়োজনে ২য় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে ফিদে মাস্টার মাহফুজুর রহমান ইমন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি শেষ রাউন্ডে সাজিদ বিন জাহিদ পরাজিত করে ৮ খেলায় ৭.৫ পয়েন্ট পান। সমান খেলায় ৭ পয়েন্ট পেয়ে আবু হানিফ রানার্স আপ হয়েছেন। ৪জন দাবাড়ু সমান ৬.৫ পয়েন্ট পেয়েছেন। টাইব্রেকে মাঈনুদ্দীন আহমেদ ৩য়,সাকলাইন মোস্তফা সাজিদ ৪র্থ, দিব্য দাশ ৫ম, সাইফ ৬ষ্ঠ, ৬ পয়েন্ট পেয়ে ইফতেখার আলম ৭ম, আবদুল হান্নান ৮ম, রুম্মান রশীদ ৯ম ও আহমেদ মজুমদার ১০ম স্থান অর্জন করেন। অনূর্ধ্ব–৮ বিভাগ আইলান তাজওয়ার, অনূর্ধ্ব–১০ বিভাগে নাজিফ নিয়াজ, অনূর্ধ্ব–১২ বিভাগে সুরিদ দে,অনূর্ধ্ব–১৪ বিভাগে আহনাফ ঈসান, অনূর্ধ্ব–১৬ বিভাগে আবিদ মাহাদী, অনূর্ধ্ব–১৮ বিভাগে অর্নব দত্ত ও মহিলা বিভাগে তাসপ্রিয়া প্রিমা সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। এর আগে গত ২২ আগষ্ট শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে টুর্নামেন্টে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ ইয়াহিয়া আকতার। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আন্তর্জাতিক দাবা অর্গানাইজার মাহমুদা মলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক সায়মা আলম আন্তর্জাতিক দাবা বিচারক প্রকৌশলী এস এম তারেক উপস্থিত ছিলেন। দাবা ক্লাবের সভাপতি তানজিলা তুর নুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌকির আনোয়ার। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী করা হয়।