চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ১৪ মে

| বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন আগামী ১৪ মে ২০২৫ অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ১৫ মার্চ ২০২৫ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে।

সমাবর্তনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ১১টি উপ-কমিটি ও একটি কোর-কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই সমাবর্তন অনুষ্ঠানের বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ থাকবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সমাবর্তন আয়োজনে প্রস্তুতি সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সভাপতিত্ব করেন এবং সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী সভা সঞ্চালনা করেন।

এছাড়া, সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হলের প্রভোস্ট, প্রক্টর এবং অন্যান্য দায়িত্বশীল শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় চবি উপাচার্য সমাবর্তন আয়োজনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধছেলের বিয়ের আনন্দে মায়ের মৃত্যুর বিষাদ
পরবর্তী নিবন্ধটেকনাফ মেরিন ড্রাইভে মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধন