চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানদণ্ডে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে অ্যালামনাইদের সহযোগিতা জরুরি। শুধু বাংলাদেশের সেরা নয়, বরং এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যেন চবির স্থান শীর্ষে থাকে আমরা সে লক্ষ্যেই কাজ করছি। চবি ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে চবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইয়াহইয়া আখতার এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৩৬ জুলাইয়ের বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে আমরা জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই যেখানে মেধাবী প্রজন্ম গড়ে উঠবে। যে বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা গবেষক বুদ্ধিজীবী বিজ্ঞানী চৌকস প্রজন্ম উপহার দেবে। এজন্য প্রয়োজনীয় সকল উপায় উপকরণ ও সুবিধার মাধ্যমে মেধা ও মননের পরিচর্যা করবে।
চবি উপাচার্য–উপ উপাচার্যদ্বয়ের সাথে গতকাল বুধবার চবি ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর মনসুর উদ্দিন আহমেদের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকালে বক্তব্য দেন উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। সাক্ষাৎকালে ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে অ্যালামনাইগণ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আছলাম মোরশেদ, অর্থ সম্পাদক আকতার হোসেন, প্রকাশনা সম্পাদক ইসমাইল চৌধুরী, দফতর সম্পাদক প্রফেসর নীলুফার আকতার খুশি, সিরাজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চৌধুরী কেএনএম রিয়াদ, নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ দর্শন বিভাগের বিভাগীয় প্রধান শামসুন্নাহার শিল্পী, আমিনুল ইসলাম, আমান উল্লাহ প্রমুখ।
পৃথক আয়োজনে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস এম নছরুল কদির ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মজুমদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এনায়েতউল্লাহ পাটোয়ারী এবং প্রক্টর চবির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রেস বিজ্ঞপ্তি।