চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সংস্কার চাই

| মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগারগুলোর একটি। এখানে রয়েছে চার লক্ষাধিক বই। কিন্তু, দুঃখের বিষয় হলো সেসব বইয়ের অধিকাংশ ধুলোবালিতে আস্তরিত ও অন্ধকারে নিমজ্জিত। গ্রন্থাগারে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বইগুলো খুঁজে পাওয়া সোনার হরিণের মতো। কেননা, বইগুলোর নেই সুনির্দিষ্ট কোনো ডাটাবেইজ। কথিত সাইবার সেন্টার ত্রুটিপূর্ণ, দুষ্প্রাপ্য সেকশনে যাওয়ার অনুমতি পেতে লাগে কয়েকমাস। বই নিয়ে প্রবেশ করে পড়ার সুযোগ নেই। ওয়াশরুমগুলো নোংরা, জীবাণুতে পরিপূর্ণ। চারদিকে স্যাঁতসেঁতে পরিবেশ। সন্ধ্যার সাথে সাথে গ্রন্থাগারটি বন্ধ হয়ে যায়। এসব কারণে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯৮% শিক্ষার্থী এ গ্রন্থাগার বিমুখ। অথচ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ, শীঘ্রই গ্রন্থাগারটির প্রয়োজনীয় সংস্কার করুন।

মুহাম্মাদ রিয়াদ উদ্দিন

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধরমজান আলী মামুন : নিবেদিতপ্রাণ শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধশিক্ষিতের মানদণ্ড