চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভা

| শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)এলামনাই এসোসিয়েশনের এক সভা গতকাল ১৮ মে বিকেলে চট্টগ্রাম চেম্বার ভবনের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যকরী সহ সভাপতি মো. আবুল কদরের সভাপতিত্বে ও দাঊদ আবদুল্লাহ লিটনের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম জাপানের অনারারি কনসাল নিযুক্ত হওয়ায় তাকে সংবর্ধনা জানানো হয়।

সভায় বক্তাগণ মাহবুবুল আলম নতুন এ দায়িত্ব নিয়ে জাপান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মাহবুবুল আলম তাঁর বক্তব্যে জাপানের সাথে সব ধরনের সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে নিরলস কাজ করার প্রত্যয় ঘোষণা করেন। সভায় বক্তব্য রাখেন ভিপি নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন, কাজী মাহবুব ইমাম বিলু, এড. মোহম্মদ শামীম, মোহম্মদ শাহজাহান, সাইফুদ্দিন আহমেদ শাকী, মোসলেহ উদ্দিন মনসুর, ফেরদৌস বশির, জহিরুল আলম, মোহম্মদ ইউছুপ, সামসুর রহমান রাকীব সহ এলামনাই নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরে ছিনতাইকারী দলনেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা উদ্ধার
পরবর্তী নিবন্ধউন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ