চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্ববৃহৎ আঞ্চলিক ছাত্র সংগঠন ‘চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের’ দশম কার্যকরী পরিষদের নির্বাচন (২০২২-২০২৩) অনুষ্ঠিত হয়েছে। নগরীর চকবাজারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গত ২৫ মার্চ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। পূর্ব নির্ধারিত ৮টি পদের মধ্যে ৪টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৪টি পদ যথাক্রমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক পদে সরাসরি ভোট গ্রহণ করা হয়। এতে এ এম রবিউল হাসান জোশাদ ৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী মামুনুর রশিদ মামুন পান ৩৭ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে মো. জিল্লুর রহমান ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী রুমানা ফারহিন পান ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ইমরান হাসান শাহীন ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী ফরিদ কবির পান ১৫ ভোট। এছাড়া দপ্তর সম্পাদক পদে আমির হামজা ৪৭ ভোট এবং মাকসুদুর রহমান ৪৭ ভোট পেলে দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার সাইদুর রহমান মিন্টু ও ১২ জন নির্বাচন কমিশন। এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে সায়েদ কবির, সাংগঠনিক সম্পাদক পদে মো. আরফাতুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মো. আব্দুল মোমেন এবং প্রচার সম্পাদক পদে মুজিবুল হক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।












