চট্টগ্রাম বিমানবন্দরে ৯০ লাখ টাকার পরিত্যক্ত সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : | শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৪:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলে পরিত্যক্ত অবস্থায় ৯০ লাখ টাকার অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারের পাশ থেকে ছয়টি লাগেজে থাকা এসব বিদেশি মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে অ্যারাইভাল হল এলাকায় নজরদারির সময় সন্দেহজনকভাবে ফেলে রাখা লাগেজগুলো শনাক্ত করা হয়। পরে তল্লাশি চালিয়ে সেখানে ৬টি লাগেজ থেকে ৮০ কার্টুন সিগারেট পাওয়া যায়। লাগেজগুলোর কোনো দাবিদার বা মালিক শনাক্ত না হওয়ায় এসব মালামাল পরিত্যক্ত ঘোষণা করে জব্দ করা হয়।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির ১৫ থানার ওসির রদবদল, চকবাজারের ওসিকে সিটিএসবিতে বদলি
পরবর্তী নিবন্ধচুরির ৩৬ ঘণ্টার মধ্যে স্বর্ণ–রুপা–মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩