চট্টগ্রাম বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:২৪ অপরাহ্ণ

বাংলাদেশী পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে তিনি সৌদি আরব যাওয়ার জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসেন। তার কাছে বাংলাদেশী পাসপোর্ট রয়েছে।

ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রোহিঙ্গা বলে স্বীকার করেন। তাকে আটক করে পতেঙ্গা মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইয়াবা বদির ক্যাশিয়ার ওমরা পালন করতে গিয়ে বিমানবন্দরে আটক
পরবর্তী নিবন্ধরাউজানে ছাত্রলীগের সহ-সভাপতির ‘আত্মহত্যা’