চট্টগ্রাম বিভাগে বেকার ৫ লাখ ৮৪ হাজার

চাকরি পেতে আত্মীয় ও বন্ধুদের সহায়তা চান ৩৬% প্রার্থী : বিবিএস

আজাদী ডেস্ক | রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

সারাদেশে ২৬ লাখ ২৪ হাজার বেকারের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৮৪ হাজার বেকার বসবাস করেন। দেশে সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। চাকরি পেতে এসব বেকার তরুণতরুণীদের বড় একটা অংশ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সহায়তা চান বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে উঠে এসেছে।

সম্প্রতি প্রকাশিত সংস্থাটির শ্রমশক্তি জরিপ ২০২৪ এর পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ দশমিক ৮০ শতাংশ চাকরিপ্রার্থী বন্ধু বা আত্মীয়স্বজনকে অনুরোধ জানান। জরিপে দেখা গেছে, ২০২৪ সাল শেষে বাংলাদেশে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২৪ হাজার। সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। এই বিভাগে ৬ লাখ ৮৭ হাজার বেকার রয়েছেন। এরপরে যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৮৪ হাজার, রাজশাহীতে ৩ লাখ ৫৭ হাজার বেকার তরুণতরুণী রয়েছেন। এছাড়া খুলনায় ৩ লাখ ৩১ হাজার, সিলেটে ২ লাখ ১৬ হাজার, রংপুরে ২ লাখ ৬ হাজার, বরিশালে এক লাখ ৩৯ হাজার এবং ময়মনসিংহ বিভাগে আছেন এক লাখ ৪ হাজার বেকার।

বিবিএসের হিসাবে, বেকার তরুণতরুণীদের ৩৬ শতাংশই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের মাধ্যমে চাকরি খোঁজেন। সংবাদপত্রের বিজ্ঞাপন রয়েছে দ্বিতীয় স্থানে। ২৫ দশমিক ৮০ শতাংশ বেকার চাকরি খোঁজার জন্য সংবাদপত্রের বিজ্ঞাপনের সাহায্য নিয়েছেন। আর চাকরির জন্য সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যান ৯ দশমিক ৭০ শতাংশ প্রার্থী। সরাসরি প্রতিষ্ঠানে বা চাকরিদাতার কাছে গিয়ে আবেদনের হার শহরেই বেশি। এই হার গ্রামীণ এলাকায় ৮ দশমিক ৮০ শতাংশ এবং শহর এলাকায় ১১ দশমিক ৮০ শতাংশ। সাড়ে ৫ শতাংশ বেকার বিজ্ঞাপন দেখে চাকরির আবেদন করবেন কিনা, তা মনস্থির করেন। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেও অনেকে চাকরি চান। এই হার বেকারদের মধ্যে সাড়ে তিন শতাংশ।

জরিপে উঠে আসা চাকরি খোঁজার অন্য উপায়গুলো হলোপ্রফেশনাল নেটওয়ার্কে নিজের জীবনবৃত্তান্ত জমা রাখা, সরকারি কর্মসংস্থান কেন্দ্রে নিবন্ধন নেওয়া, বেসরকারি কর্মসংস্থান কেন্দ্রে নিবন্ধন নেওয়া, রাস্তায় দাঁড়িয়ে চাকরি খোঁজা, ব্যবসা করার জন্য আর্থিক সহায়তা চাওয়া, ব্যবসার জন্য জমিজায়গা চাওয়া, ব্যবসার লাইসেন্সের আবেদন করা ইত্যাদি।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী, সপ্তাহে এক ঘণ্টা কাজ করে মজুরি পেলে তাকে বেকার হিসেবে ধরা হবে না। গত এক মাস ধরে কাজপ্রত্যাশী এবং সর্বশেষ এক সপ্তাহে কেউ যদি এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করার সুযোগ না পান, তাদের বেকার হিসেবে গণ্য করা হবে। এটি আন্তর্জাতিক মানদণ্ডের সংজ্ঞা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সপ্তাহে এক ঘণ্টা কাজ করে জীবনধারণ অসম্ভব। জরিপের ফল বলছে, ২০২৪ সাল শেষে দেশে ১৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী বেকারের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার।

পূর্ববর্তী নিবন্ধদুর্গাপূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে
পরবর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নামে আরো একটি উপজেলা হচ্ছে