বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বয়স ভিত্তিক প্রতিভবান ফুটবল খেলোয়াড় বাছাই কার্যক্রমের চট্টগ্রাম বিভাগীয় পর্ব গতকাল সম্পন্ন হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদু। এসময় আরো উপস্থিত ছিলেন মো: সালাউদ্দিন, সুলতাম মাহমুদ শাহীন। অনুষ্ঠানে সহযোগিতা করছে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে আগত ১৪৮ জন প্রতিভাবান ফুটবল খেলোয়াড় থেকে বাছাই করে ২৬ জন খেলোয়াড়ের একটি তালিকা প্রস্তুত করে বাফুফে’র কোচ দীপক চন্দ্র নাথ এবং মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু । তাদের সহযোগিতা করেন হায়দার কবির প্রিন্স এবং সামশুদ্দিন চৌধুরী। চট্টগ্রাম বিভাগ থেকে বাছাইকৃত খেলোয়াড়রা আগামী ২৩ ফেব্রুয়ারী জাতীয় ক্যাম্পে অংশগ্রহণের জন্য ঢাকা যাবে।