যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা আজ বৃহষ্পতিবার বিকেলে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হচ্ছে। চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ সহ মোট ২২টি কলেজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী কলেজগুলো হচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড ডিগ্রী কলেজ ও আনোয়ারা মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ। ফেনী জেলার হাজী মনির আহমদ কলেজ ও সাউথ ইস্ট কলেজ। কুমিল্লা জেলার কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। নোয়াখালী জেলার কবিরহাট সরকারি কলেজ ও সেনবাগ সরকারি কলেজ। লক্ষীপুর জেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ও লক্ষীপুর সরকারি কলেজ। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি কলেজ। ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যারিষ্টার জাকির আহমেদ কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ। কঙবাজার জেলার টেকনাফ সরকারি কলেজ ও কঙবাজার সিটি কলেজ। বান্দরবান পার্ব্যত্য জেলার লামা সরকারি মাতামুহুরি কলেজ ও বাইশারি স্কুল এন্ড কলেজ। খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি সরকারি ডিগ্রী কলেজ ও খাগড়াছড়ি সরকারি কলেজ এবং রাঙামাটি পার্বত্য জেলার শিজক কলেজ ও রাঙ্গামাটি সরকারি কলেজ। আগামী ৮ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।












