৮টি বিভাগীয় মহিলা ক্রিকেট দলের অংশগ্রহণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ১৩তম মহিলা জাতীয় ক্রিকেট লীগ আগামী ২৪ আগস্ট থেকে রাজশাহীস্থ শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। আসন্ন আইসিসি টি–২০ মহিলা ক্রিকেট বিশ্বকাপ এর প্রস্তুতি হিসেবে এবারের মহিলা জাতীয় ক্রিকেট লীগের সবকয়টি খেলা টি–২০ ফরমেটে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গঠিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দলের ম্যানেজার মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আলী হাসান রাজু। তিনি বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবের সাধারণ সম্পাদক, সিজেকেএস কাউন্সিলর, সিজেকেএস ক্রিকেট উপ–কমিটি’র সদস্য এবং ঐতিহ্যবাহী আব্দুল জব্বার কুস্তি প্রতিযোগিতা কমিটি’র যুগ্ম সম্পাদক। আগামী ২৪ আগস্ট খুলনা বিভাগীয় মহিলা ক্রিকেট দলের সাথে নিজেদের প্রথম খেলায় অংশগ্রহণ করবে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দল।