চট্টগ্রাম বিভাগ রেসিং পিজিয়ন্স রেস সম্পন্ন

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স স্পোর্টস ক্লাব ও বাংলাদেশ রেসিং পিজিয়ন্স অ্যাসোসিয়েশন কক্সবাজার ক্লাবের যৌথ উদ্যোগে গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো আয়োজিত হয় রেসিং পিজিয়ন্স রেস। এর উদ্বোধন করেন চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট গোলাম সারোয়ার। উপস্থিত ছিলেন বাংলাদেশ রেসিং পিজিয়ন্স অ্যাসোসিয়েশন কক্সবাজার ক্লাবের প্রতিনিধি।

রেস শেষে ক্লাবের প্রচার সম্পাদক সারোয়ার আহাম্মেদ বলেন, এই রেসিং পিজিয়ন্স রেস এর মাধ্যমে চট্টগ্রাম বিভাগে পিজিয়ন্স রেসের নতুন এক দ্বার উন্মোচিত হলো, আমরা এই জয়েন্ট পিজিয়ন্স রেস সুন্দর ও সফলভাবে শেষ করতে পেরেছি। আগামী বছরেও আমাদের এই পিজিয়ন্স রেসিং আরও বড় পরিসরে হবে। প্রথম বারের মতো আয়োজিত এই জয়েন্ট রেসিং পিজিয়ন্স রেসে চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট গোলাম সারোয়ারের এল অ্যান্ড এ এর অসাধারণ সাফল্যে চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স লফট এর পক্ষ থেকে সারওয়ার আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মাদকসেবন বন্ধে ইউএনও বরাবর স্মারকলিপি