চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি)তে অ্যাপারেল–টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার–সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সিবিইউএফটি ক্যারিয়ার এডভ্যান্সমেন্ট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, সফলতা অর্জনের জন্য পরিশ্রমী, অধ্যবসায়ী ও জ্ঞান পিপাসু হতে হবে। দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি গার্মেন্ট শিল্প এখন অনেক বেশি পরিণত, কারিগরি ও প্রযুক্তিগতভাবে অনেক বেশি আধুনিক প্রযুক্তি নির্ভর। অটোমেটেড মেশিনারি ও এআই প্রযুক্তি ইত্যাদি ব্যবহারে এই শিল্প অনেক অগ্রসর। সেজন্য দক্ষতা, আধুনিক প্রযুক্তি জ্ঞানের সর্বোচ্চ পারদর্শিতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের উপদেশ দেন। কেবল নির্দিষ্ট কর্মঘণ্টা বা স্যালারি প্যাকেজ কেমন সেটা না দেখে যদি কর্মদক্ষতা অভিজ্ঞতা অর্জন করতে পারে তাহলে সাফল্য ধরা দেবে।
বিশেষ অতিথি ছিলেন সিবিইউএফটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রদীপ চক্রবর্তী। তিনি এ ধরনের ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়মিত আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। ডিন মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে ক্যারিয়ার প্রসপেক্ট নিয়ে মূল আলোচনা করেন বিদেশি শিল্পপ্রতিষ্ঠান বিডি ডিজাইন প্রাইভেট লিমিটেডের হেড অব বিজনেস সোহরাব হোসেন। সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিবিইউএফটি আইকিউএসির পরিচালক, বিভাগীয় প্রধানগণ, ফ্যাকাল্টিবৃন্দ, ক্লাবের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












