চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনার ট্যালেন্ট হান্ট

| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) ক্যাম্পাসে গত ২১ জুলাই চট্টগ্রাম ইপিজেডস্থ বিদেশি শিল্পপ্রতিষ্ঠান কেনপার্ক বাংলাদেশ (প্রাঃ) লিঃ কর্তৃক ফ্যাশন ডিজাইনার ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সিবিইউএফটি’র শিক্ষার্থীদের চাকরি প্রদানের লক্ষ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে। সিবিইউএফটি’র ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এ আয়োজনে অংশগ্রহন করে। এ উপলক্ষ্যে কেনপার্ক বাংলাদেশ (প্রাঃ) লিঃ এর একটি প্রতিনিধি দল ছাত্রছাত্রীদের সহিত তাদের ফ্যাশন ডিজাইনিং উদ্ভাবনী কৌশল ও নানাবিধ বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পরবর্তিতে সিবিইউএফটি’র ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী’র সহিত কেনপার্ক প্রতিনিধিদল মতবিনিময় করেন। প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী কেনপার্ক কর্তৃপক্ষকে ট্যালেন্ট হান্ট উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং সিবিইউএফটি’র ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের একাডেমিক মান আরো বাড়ানোর ক্ষেত্রে প্রতিনিধিদলের বিভিন্ন পরামর্শ ও মতামত প্রত্যাশা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিবিইউএফটি’র ডীন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান এবং কেনপার্ক বাংলাদেশ (প্রাঃ) লিঃ এর উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনার হুইল ক্লাবের সেলাই প্রশিক্ষণ ও জরায়ু ক্যান্সার টিকাদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধজুলাই স্মৃতি নিয়ে শিল্পকলায় পোস্টার প্রদর্শনী