চট্টগ্রাম বাণিজ্য মেলায় জিএএমপিআইর ব্যতিক্রমী স্টল

| শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.) প্রতিষ্ঠিত গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট (জিএএমপিআই) চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চালু করেছে ব্যতিক্রমী স্টল।

বাণিজ্য মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকদেরকে কারিগরি শিক্ষা ও এর গুরুত্ব সম্পর্কে অবহিত করে তাদের কারিগরি শিক্ষার প্রতি আকৃষ্ট করতে জিএএমপিআই এ উদ্যোগ নিয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, সরকার দেশের মানুষকে কারিগরি শিক্ষার প্রতি আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিয়েছে। তারপরও অধিকাংশ মানুষ এর গুরুত্ব অনুধাবন করতে পারেন না। সবাই সাধারণ শিক্ষার প্রতি ঝুঁকে থাকেন। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত প্রতিটি মানুষ দেশের সম্পদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু কর্নারের পাশে জিএএমপিআই’র স্টল পরিদর্শন করেন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

এসময় জিএএমপিআই প্রিন্সিপাল মো. আবদুল বাতেন, মাইজভাণ্ডারী এডুকেশন ট্রাস্টের সচিব আহসানুল হক বাদল, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সদস্য মহিউদ্দীন এনায়েত, মেজবাউল আলম শৈবাল, আবুল মনসুর, শেখ শাকিল মাহমুদ ও সরওয়ার কামাল উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাচার হামলায় ভাতিজা নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮
পরবর্তী নিবন্ধস্বাধীনতার পর প্রথম বিদ্যুৎ সংযোগ পেল ১০০ পরিবার