‘চট্টগ্রাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এখানে আঞ্চলিকতার বিষয় নেই’

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১০:২৬ পূর্বাহ্ণ

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এখানে আঞ্চলিকতার কোনো বিষয় নেই। আমি দিনাজপুরের মানুষ চট্টগ্রামের দিকে তাকিয়ে থাকি। এখানে এসব বিষয় নিয়ে চট্টগ্রামের স্থানীয় সাংসদরা বলেছেন। তারপরও আমি যখন দায়িত্ব গ্রহণ করেছি, তখন বলেছি উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দিতে হবে। আমি এই নীতিতে বিশ্বাসী আছি। সেভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের নিয়োগ প্রক্রিয়াগুলো চালু রাখে। গতকাল রোববার বিকালে বন্দর উপদেষ্টা কমিটির ১৪তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। বন্দরের নিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামের স্থানীয় লোকজনকে প্রাধান্য দেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অদক্ষ মানুষকে চট্টগ্রাম বন্দরের দায়িত্ব দিতে চাই না। সেভাবে নিয়োগও দিতে চাই না। তবে উপকূলীয় অঞ্চলের মানুষের চিন্তাভাবনার সাথে আমি একমত আছি। এগুলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যথাযথভাবে প্রতিপালন করবে।
তিনি বলেন, আগে যেমন কোনো জ্ঞান ছাড়া বিভিন্ন চেয়ারে বসে যাওয়া যেত, সেটা এখন আর সম্ভব না। সম্প্রতি আমাদের অভিবাসী দিবস পালিত হয়েছে। সেখানে বলা হয়েছে, মুজিববর্ষের অঙ্গীকার, দক্ষ হয়ে বিদেশ যান। আগে একটা শরীর নিয়ে আমরা বিদেশে চলে যেতাম। এখন কিন্তু দক্ষতা অর্জন করে যেতে হচ্ছে। কাজে দক্ষতাটা মূল বিষয়।

পূর্ববর্তী নিবন্ধ‘বড় ভাইদের’ তালিকা তৈরি
পরবর্তী নিবন্ধগৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য