চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

| বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ সোহায়েলের সাথে গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সৌজন্য সাক্ষাৎকালে বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, চলমান বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে রপ্তানি আদেশ স্বল্পতাসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কারণে বাংলাদেশের প্রধানতম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প কঠিন চ্যালেঞ্জের সম্মুখিন। পরিস্থিতি উত্তরণে সরকার সহ সকলের সহযোগিতায় পোশাক শিল্পখাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে।

এ প্রেক্ষিতে তিনি পোশাক শিল্পের আমদানি ও রপ্তানি কার্যক্রম দ্রুততার সাথে সম্পাদনে বন্দর কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন) ও এম. এহসানুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের ক্রেডিট অফিসারদের কর্মশালা
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়েছে নৌবাহিনী