প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পদমর্যাদার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী গতকাল চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে বিদেশী বিনিয়োগকে যথোপযুক্তভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে তিনি চট্টগ্রাম বন্দর ভবনে পৌঁছালে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান স্বাগত জানান।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি, পিসিটি, লালদিয়ার চর এবং বে টার্মিনাল পরিদর্শন করেন।
বন্দরের চেয়ারম্যান, বোর্ড মেম্বার এবং বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি বিদেশী বিনিয়োগের যৌক্তিকতা তুলে ধরে স্থায়ী উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিদেশী বিনিয়োগকে আমাদের কাজে লাগাতে হবে। দেশের এবং মানুষের কাজে লাগে এমন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। চট্টগ্রাম বন্দরে বিদেশী বিনিয়োগের ব্যাপারে বহু দেশের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশী বিনিয়োগ যাতে দেশের কল্যাণে হয় সেদিকে সজাগ থাকতে হবে। তিনি চট্টগ্রাম বন্দরের চলমান বিভিন্ন প্রকল্পের ব্যাপারে খোঁজখবর নেন। প্রকল্পগুলোর সার্বিক অবস্থা সম্পর্কেও জানতে চান। এই সময় বন্দরের কর্মকর্তারা বিভিন্ন প্রকল্পের সার্বিক অবস্থা বিশেষ দূতের কাছে তুলে ধরেন।